বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এসএসসি পাশেই আবেদন।

 

বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এসএসসি পাশেই আবেদন।
বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


প্রতিষ্ঠানটির ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক ০৮টি পদে ৮৮জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৯ ডিসেম্বর পর্যন্ত  সরাসরি, কুরিয়ার সার্ভিস অথবরা ডাকযোগ আবেদন করতে পারবেন । ‍নির্ধারিত সময়ের পরে এবং অসম্পুর্ন আবেদন গ্রহনযোগ্য হবে না।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনীর।

পদের নাম ও বিবরন: 
বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এসএসসি পাশেই আবেদন।
বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি।



পদ সংখ্যা: ৮৮ জন।

চাকুরীর ধরন: অস্থায়ী।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়স: ১৯ ডিসেম্বর পর্যন্ত  ১৮-৩২ বছর।

কর্মস্থল: যে কোন স্থান।

আবেদনের ঠিকানা: পরিচালক, বেসামবিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩।









আবেদন ফি: পরিচালক, বেসামবিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর এর অনুকুলে২০০/- টাকা জমা দিতে হবে। আবেদনের সহিত টাকা জমা রশিদ পাঠাতে হবে।


আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর/২০২৪ পর্যন্ত  অফিস চলাকালীন সময় আবেদন করতে পারবেন। সরাসরি, কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগ আবেদন করতে পারবেন। ‍নির্ধারিত সময়ের পরে এবং অসম্পুর্ন আবেদন গ্রহনযোগ্য হবে না।




সুত্র: ইত্তেফাক, ২০ নভেম্বর-২০২৪।

Comments

Popular posts from this blog

Saint Martin Beaches: Natural Beauty and Pleasure Tour of the Most Beautiful Island of Bangladesh.

Free Online Income Site 2025: Easy Way to Earn Money from Home – Start Today.

Top 10 Proven Weight Loss Tips for 2025: Achieve Your Goals Faster! Guide to Weight Loss.